Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা বিদ্যুত পৌঁছে দিব। ২০২১ সালের মধ্যে আমাদের লক্ষ্য ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। উত্তরবঙ্গে আরও একটি বিদ্যুত কেন্দ্র করা হবে।
শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৬তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পায়রা বন্দর ও মংলায় রেললাইন করা হবে।
শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাংক বলেছিল যমুনায় রেললাইন হলে তা অর্থনৈতিভভাবে লাভজনক হবে না। কিন্তু আমি বলেছিলাম লাভজনক হবে। পরে রেললাইন লাভজনক হওয়ায় তারা আমার সিদ্ধান্তকে ঠিক বলে মেনে নিয়েছে। এখন বিশ্বব্যাংক যমুনার উপর আরও একটি সেতু করার প্রস্তাব দিয়েছে।’
তিনি বলেন, বাংলাদেশে জলবিদ্যুত কেন্দ্রে স্থাপনে ভূটান বিনিয়োগ করবে। এছাড়া ভারত থেকে পাইনলাইনে তেল আনা হবে।
প্রধানমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশ্য করে বলেছেন, ‘বেশি খরচে অপ্রয়োজনীয় কাজ করা হচ্ছে। কম খরচে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করুন। খরচ বাড়ানোর পরিকল্পনা না করে কমানোর পরিকল্পনা করতে হবে।’
তিনি বলেন, ‘তারা (বিএনপি) আমাদের করে যাওয়া কাজের ফিতা কেটেছে। অন্যের করে দেওয়া কাজের ফিতা কেটে বাহবা নিতে সমস্যা কোথায়।’
এ সময় তিনি রসিকতা করে বলেন, ‘আমি তো আপনাদের পরিবারেরই সদস্য। আমি একজন ইঞ্জিনিয়ারের মা। যদিও আমি বাংলার ছাত্রী। সাহিত্যের ছাত্রী। এ ছাড়া আমি তো আইইবির সদস্য। আপনারা আমাকে সদস্য করেছেন।’