খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামে চলছে সেরা ক্রিকেটার কেনার হাড্ডাহাড্ডি লড়াই। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়ান সাইনরাইজার্স হায়দরাবাদ। তিনি ছিলেন ফাস্ট বোলারদের তালিকায়।
কিন্তু আইপিএলে দল পাননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার এবং পেসার তাসকিন আহমেদ।
আইপিএল খেলোয়াড় নিলাম তালিকার ৩৫১ জন ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ, মুশফিক, তামিম, সৌম্য সরকার ও তাসকিনের নাম ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুস্তাফিজ ছাড়া বাকি কেউই দল পাননি।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পূর্ব থেকেই দলে রেখে দিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। গত ২০১১ সাল থেকে তিনি কলকাতার হয়ে খেলছেন।
নিলামে মুস্তাফিজুর রহমান ও তামিম ইকবালের ভিত্তিমুল্য ছিল ৫০ লাখ ভারতীয় রুপি যা বাংলাদেশী টাকাই ৫৮ লাখ ও মুশফিকুর, তাসকিন আহমেদ, সৌম্য সরকারের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ ভারতীয় রুপি যা বাংলাদেশী টাকায় প্রায় ৩৫ লাখ করে।
তাসকিন ছিলেন ফাস্ট বোলারের তালিকায়। ব্যাটসম্যানের তালিকায় ছিলেন তামিম। মুশফিক ছিলেন উইকেটকিপারদের এবং সৌম্য ছিলেন অলরাউন্ডারদের তালিকায়।