Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : অভব্য আচরণের জন্য এক ব্যক্তিকে চপ্পল দিয়ে বেদম প্রহার মহিলার। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভিডিওতে এক মহিলাকে গ্যাস এজেন্সির এক কর্মীকে প্রহার করতে দেখা গিয়েছে। ওই কর্মীর নাম গগনদীপ সিংহ।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার ওই মহিলা গ্যাসের সিলিন্ডার বুকিং করার জন্য ফোন করেন। মহিলার অভিযোগ, ফোনে গগনদীপ অশালীন ভাষা ব্যবহার করে। পুরো ঘটনা তিনি পরিবারের লোকজনকে জানান। পরে ওই ব্যক্তিকে তাঁরা থানায় নিয়ে যান। সেখানে গগনদীপকে চপ্পল দিয়ে প্রহার করেন ওই মহিলা। শেষপর্যন্ত গগনদীপ ক্ষমা চাওয়ায় আর মামলা রুজু করা হয়নি।