খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : মাত্র তিন ঘন্টা সময়। আর এর মধ্যেই একসঙ্গে হলেন মা ও দাদী। একই সঙ্গে দুই শিশু কন্যার জন্ম দিলেন কে হেনরি ও তার মেয়ে সোফি জেনকিন্স। বৃহস্পতিবার রাত ৮টা ৫৬ মিনিটে জন্ম হয় সোফির শিশু কন্যা আর্য কে প্যাট্রিসিয়ার। তার তিন ঘন্টা পরেই জন্ম নেয় সোফির বোন টিয়ানা রোজ। কে-র চতুর্থ সন্তান।
প্রথমবার একই সঙ্গে মা ও দাদী হওয়ার যামন বেজায় খুশি কে হেনরি তেমনই একসঙ্গে পরিবারের দুই খুদে সদস্যকে পেয়ে দ্বিগুন খুশি তাদের পরিবারও। খুশি হবেন নাই বা কেন। এমন অভাবনীয় সুখ ক’জনের ভাগ্যেই বা থাকে।
সোফির কন্যাকে নিয়ে কে-র পরিবারে শুরু হলো পঞ্চম প্রজন্ম। এই প্রজন্মের সংখ্যা আরও বাড়ুক এমনটাই চান কে-র চাচা ডেভিড।