খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : এক্সিম ব্যাংকের সকল নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে “এক্সিকিউটিভস এন্ড অফিসার্স‘ গেট টুগেদার ২০১৬” অনুষ্ঠিত হয়েছে। আজ (ফেব্রুয়ারি ০৬, ২০১৬) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গেট টুগেদারে ব্যাংকের প্রায় ৩ হাজার নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সমবেত কন্ঠে জাতীয় সংগীত এবং হাজার বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মাদ হায়দার আলী মিয়া।
দিনব্যাপী অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের পরিচালকবৃন্দ, সকল নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত থেকে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বিভিন্ন পর্যায়ের দৌড়, মিউজিক্যাল চেয়ার দখল, যেমন খুশী তেমন সাজো, ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।