Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৬ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেছেন, মানবতা বিরোধী অপরাধে আপনারও বিচার হবে। ইনশাল্লাহ বিচারে আপনার ফাঁসিও আমরা কার্যকর করব। আপনি পালাতে চাইলেও আমরা সুযোগ দেব, পাকিস্তান চলে যান।
তিনি শনিবার বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ৪৩ বছর পর শেখ হাসিনা মানবতার অপরাধে অপরাধীদের সাজা দিয়েছেন, যারা গর্ব করে বলেছে আমাদের বিচার কেউ করতে পারবে না। নিজামী, মুজাহিদ, সাকা চৌধুরী কী অট্ট হাসি দিয়ে কথা বলতো! কোথায় মুজাহিদ, কোথায় সাকা চৌধুরী? নিজামীরও ফাঁসির আদেশ হয়েছে, সেটাও ইনশাল্লাহ কার্যকর হবে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহবায়ক পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপি, র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, তাজুল ইসলাম এমপি, আবদুর রহমান এমপি, সুজিত রায় নন্দী, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আফজল খান ও সফিকুল ইসলাম সিকদার প্রমুখ।
সভার শেষ দিকে শেখ ফজলুল করিম সেলিম পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। আগামী ১৫ দিনের মধ্যে তাদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেন। সূত্র: বিডি প্রতিদিন।