Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৬ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মূল মেট্রোরেল প্রকল্পের ১ ও ৫ নং রোডে দুটি লেন সংযোজন হবে।’
রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এই কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, ‘মূল মেট্রোরেলের কাজ আগামী মাস থেকে সূচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজের উদ্বোধন করবেন।’২০২০ সালের মধ্যে রাজধানীতে ৬০ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়ত করবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৬টি স্টেশন নির্মাণ করে যাত্রী উঠানামার ব্যবস্থা করা হবে।’
মন্ত্রী বলেন, ‘অনেকেই অভিযোগ করছে মেট্রোরেলে শব্দ দূষণ হবে। এ ধরনের অভিযোগ অমূলক। আমার অবাক লাগে ৩ বছর আগে এ প্রকল্পের এলাইমেন্ট হলো, টেন্ডার হলো হঠাৎ তিনবছর পর এ মেট্রোরেলে শব্দ দূষণের অভিযোগ। তখন কোনো আপত্তি তারা করলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তায় দিনরাত ২৪ ঘণ্টা যান চলা করে তখন সমসা হয় না। মেট্রোরেল গেলে সমস্যা হবে।’
তিনি আরো বলেন, ‘পদ্মসেতুর ৩৮ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০১৮ সালের মধ্যে পদ্মসেতু ও সেতুর পাশে রেলসেতু দুইটিরই কাজ শেষ হবে।’
রাজনীতিবিদদের উদ্দেশ্য তিনি বলেন, ‘রাজনীতিবিদরা যদি সঠিক পথে চলে তাহলে অন্যরাও সঠিক পথে চলবে। মন্ত্রীদের সঠিক দায়িত্ব পালন করতে হবে। তারা যদি টাকা মাল পানি খায় তাহলে মন্ত্রণালয়ের কাজও চলবে না। মন্ত্রীদের দুইটি সমস্যা এক লেখাপড়া কম ও আরেকটি টাকা খায়। এ কারণে অনেক প্রকল্পের কাজ শেষ হয় না। আমার মন্ত্রণালয়কে আমি এসব থেকে বের করাতে পেরেছি।’