খোলা বাজার২৪, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৬ : ফুটবলের বাইরের জীবন একদমই উপভোগ করছেন না হোসে মরিনহো। শিগগিরই কাজে ফিরতে চান এই পর্তুগিজ কোচ। কারণ, কাজ ছাড়া তার ভালোই লাগে না। ডিসেম্বরে ইংলিশ ক্লাব চেলসির কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মরিনহো। তারপর প্রায় নিভৃতে সময় কাটাচ্ছেন। বরখাস্ত হওয়ার পর শনিবার প্রথম সাক্ষাৎকার দিলেন এই কোচ। সেখানে দ্রুত ফেরার কথাই জানিয়েছেন।
বার্লিনে শনিবার জার্মান লিগে বরুসিয়া ডর্টমুন্ড ও হার্থা বার্লিনের খেলা দেখেছেন মরিনহো। তারপর একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে বলেছেন স্বভাবজাত কাজে না ফেরা পর্যন্ত স্বস্তি পাবেন না তিনি। মাঠের বাইরের জীবন উপভোগ করছেন কি না এমন প্রশ্নে মরিনহো বলেছেন, “না। আমি উপভোগ করছি না। আমি যা ভালোবাসি তার সবই একসাথে চাই। আমার পরিবার থাকবে, বন্ধু বান্ধব থাকবে, শান্ত জীবন থাকবে, থাকবে আমার ফুটবলৃসব একসাথে চাই আমি। এর একটিও ছাড়তে চাই না।”
কাজই মরিনহোর জীবন। তার কথাতেই প্রমাণ। বলেছেন, “পুরোপুরি খুশি থাকতে সব একসাথে দরকার। ফুটবল চাই। আমার চোখে এটা আমার স্বভাবজাত ব্যাপার। বুঝতে শেখার পর থেকে কাজ করছি। ২০০০ সাল থেকে ম্যানেজারের কাজ করছি। ২০০৭ সালে চেলসি ছাড়ার সময় কাজ বন্ধ ছিল। তাও কয়েক মাসের জন্য। গত ১৫/১৬ বছরের মধ্যে এই দ্বিতীয়বারের মতো কাজ থেকে দুরে আছি। এটা নাটকীয় কিছু না। তবে এটা নিশ্চিত খুব শিগগিরই ফিরে আসবো আমি।” শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে পারেন তিনি। তার সাথে নাকি আলাপই হয়নি! গোটা ব্যাপারটাকে “ননসেন্স” বলে উড়িয়ে দিয়েছেন মরিনহো।