খোলা বাজার২৪, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৬ : জাতীয় পার্টি সুস্থ্য ধারার রাজনীতি ও দেশের স্থিতিশীলতায় বিশ্বাসী উল্লেখ করে পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোঃ কাদের বলেছেন, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে ও বাইরে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আজ দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী আশিকের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন।
পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য এস.এম. ফয়সল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান মোস্তাক, সিলেট জেলার আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, এ্যাড. তোফাজ্জেল হোসেন, মোঃ বেলাল হোসেন, মনিরুল ইসলাম মিলন, মোস্তাফিজুর রহমান নাঈম, সৈয়দ মোঃ ইফতেকার আহসান হাসান, নিজাম উদ্দিন, মিজানুর রহমান মিরু, খাইরুল আলম মামুন, পঞ্চগড় জেলার সাধারণ সম্পাদক আবু সালেক ও ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক মোঃ স্বপন হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন । কাদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টির এ পরিবর্তনের ফলে নেতা-কর্মীদের মধ্যে নবজাগরণের সৃষ্ঠি হয়েছে।