Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : দক্ষিণ এশিয়ান গেমসের সাঁতারে ১০ বছর ধরে চলা সোনার পদকের খরা দূর করলেন মাহফুজা আক্তার শীলা। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।

২০০৬ সালে সর্বশেষ সাঁতার থেকে সোনার পদক পেয়েছিল বাংলাদেশ।

এসএ গেমসের গত ১১ আসর মিলিয়ে বাংলাদেশের জেতা ৬৩টি সোনার পদকের মধ্যে ১৫টিই এসেছিল সাঁতার থেকে। কিন্তু ২০১০ সালের আসরে নিজেদের পুলেই সোনা পায়নি বাংলাদেশ; ৬টি রূপা ও ১০টি ব্রোঞ্জ জিতেছিল সাঁতারুরা।

রোববার গুয়াহাটির ড. জাকির হোসেন অ্যাকুয়াটিক কমপ্লেক্সে ১ মিনিট ১৭.৮৬ সেকেন্ডে সাঁতার শেষ করেন মাহফুজা। ১ মিনিট ১৮.৫৮ সেকেন্ড সময় নিয়ে পাকিস্তানের লিয়ানা ক্যাথেরিন সোয়ান রূপা এবং ১ মিনিট ১৮.৭৭ সেকেন্ড সময় নিয়ে ভারতের চাহাত আরোরা ব্রোঞ্জ পেয়েছেন।

গেমসের দ্বিতীয় দিনে সাঁতার থেকে দুটি ব্রোঞ্জও জিতেছে বাংলাদেশ। ১৭ মিনিট ১১.৯৫ সেকেন্ডে সাঁতার শেষ করে ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে তৃতীয় হন মাহফিজুর রহমান সাগর। এ ইভেন্টের সোনা ও রূপা জিতেছেন স্বাগতিক ভারতের সঞ্জন প্রকাশ (১৫ মিনিট ৫৫.৩৪ সেকেন্ড) ও সৌরভ সাংভেকার (১৬ মিনিট ১৩.১৫ সেকেন্ড)।

৫০ মিটার ফ্রিস্টাইলেও ব্রোঞ্জ পেয়েছেন সাগর; ২৩.৯৫ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন তিনি। ব্যক্তিগত ও দলগত মিলিয়ে চলতি আসরে এ নিয়ে চারটি ব্রোঞ্জ জিতলেন বৃত্তি নিয়ে থাইল্যান্ডে সাঁতারে উচ্চতর প্রশিক্ষণ নেওয়া সাগর।

গত শনিবার সাঁতারের প্রথম দিনে পুরুষ বিভাগের ২০০ মিটার ফ্রিস্টাইল, ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ও ১০০ মিটার ফ্রিস্টাইলের রিলেতে এবং মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ।

সব মিলিয়ে সাঁতারে প্রথম দুই দিনে একটি সোনা ও ছয়টি ব্রোঞ্জ পেল বাংলাদেশ।