খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টির সম্ভাবনা দরজা খুলেছে। সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আমি অতীতেও মুক্ত মানুষ ছিলাম না, এখনও নেই।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সাংগঠনিক বিষয় নিয়ে জাতীয় পার্টির এক যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।
বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির সম্ভাবনার দরজা খুলেছে জানিয়ে সেই দরজায় দলের নেতাদের প্রবেশ করতে এবং নতুন প্রজন্মের হাতে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এরশাদ বলেন, যারা আমার স্থানে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, তাদেরও বয়স হয়েছে। নতুন প্রজন্মের হাতে ক্ষমতা ছেড়ে দিন। উপলব্ধি করতে হবে- জাতীয় পার্টির সম্ভাবনা দরজা খুলেছে। সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি অতীতেও মুক্ত মানুষ ছিলাম না, এখনও নেই।