খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : লুকা মদ্রিচের শেষ ১০ মিনিটে পাওয়া গোলে গ্রানাদার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। বছরের শুরুতে লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে যোগ দেওয়া জিনেদিন জিদানের অধীনে রিয়ালের এটা প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়। গত ২৯ নভেম্বর এইবারের মাঠে ২-০ গোলে জেতার পর প্রতিপক্ষের মাঠে এই প্রথম জিতল রিয়াল। মাঝে অন্যের মাঠে তিন ম্যাচ খেলে দুটিতে ড্র ও একটিতে হারে তারা। গ্রানাদার মাঠে চতুর্দশ মিনিটে প্রথম সুযোগ পায় রিয়াল, কিন্তু বাঁদিক দিয়ে ডি বক্সে ঢুকে রোনালদোর কোণাকুণি শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়। ১০ মিনিট বাদে গ্রানাদার জমাট রক্ষণে অতিথিদের আরেকটি আক্রমণ ব্যর্থ হয়ে যায়।
প্রথম ৩০ মিনিটে ভালো কোনো সুযোগ না পেলেও মাঝে মধ্যেই পাল্টা আক্রমণে রিয়ালের রক্ষণকে পরীক্ষায় ফেলছিল স্বাগতিকরা। তারকাসমৃদ্ধ রিয়ালের আক্রমণভাগকে বেশিক্ষণ অবশ্য আটকে রাখতে পারেনি গ্রানাদা। ৩০তম মিনিটে দানি কারবাহালের আড়াআড়ি পাস পেয়ে আট গজ দূর থেকে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন করিম বেনজিমা। দারুণ ফর্মে থাকা এই ফরাসি স্ট্রাইকারের এটি এবারের লা লিগায় ১৯তম গোল। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে পয়েন্ট তালিকার ১৯তম স্থানে থাকা গ্রানাদা, প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণে উঠতে থাকে তারা। ৭৫ মিনিটের পরিসংখ্যান কিছুটা অবাক করারই বটে; রিয়ালের ১২টি আক্রমণের চেয়ে একটি বেশি আক্রমণ বেশি করে গ্রানাদা।
শেষ দিকে গোল পেতে মরিয়া হয়ে ওঠা রিয়াল ৮৫তম মিনিটে আবারও এগিয়ে যায়। বদলি নামা অস্ট্রিয়ার মিডফিল্ডার মাতেও কোভাসিচের ছোট পাস পেয়ে দুই পা এগিয়ে ডি বক্সের বাইরে থেকে আচমকা জোরালো শটে লক্ষ্যভেদ করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মদ্রিচ। এবারের লা লিগায় মদ্রিচের এটা প্রথম গোল। শেষ পর্যন্ত তার এই গোলেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে স্পেনের সফলতম ক্লাবটি। এই জয়ে ২৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৫০। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৪। একটি ম্যাচ কমও খেলেছে মেসি-নেইমাররা।