খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : নিষিদ্ধ উপাদান নেওয়ায় ইয়াসির শাহকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। চলমান পাকিস্তান সুপার লিগ এবং টি-টোয়েন্টির বড় দুই টুর্নামেন্ট এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলা হবে না পাকিস্তানের এই লেগ স্পিনারের।
নিষিদ্ধ মাদক গ্রহণ করেছেন এমন সন্দেহে গত বছরের নভেম্বরে ইয়াসির শাহ’র প্রশ্রাবের নমুনা পরীক্ষা করা হয়। এতে তার প্রশ্রাবে নিষিদ্ধ মাদক ক্লরটালিডোন পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ওডিআই সিরিজ শেষে গত বছরের ১৩ নভেম্বর আইসিসি ইয়াসির শাহর প্রশ্রাবের নমুনা নেন।
আইসিসি তার র্যানডম টেস্টিং প্রোগ্রামের আওতায় এ নমুনা সংগ্রহ করে। পরে পরীক্ষা করলে তা পজিটিভি ধরা পড়ে। এরপরই তাকে সাময়িকভাবে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার চূড়ান্তভাবে নিষিদ্ধ হলেন।