খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গুরগাঁওয়ের এক বেসরকারি স্কুলের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন ৭২ বছরের প্রবীণ প্রধান শিক্ষক, এমনটাই অভিযোগ করা হয়েছে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে।
আরসা পাবলিক স্কুলের ওই ছাত্রী গত শনিবার স্কুল যাওয়ার নাম শুনেই ভয় পেয়ে যায়। তার মা তাকে জিজ্ঞাসা করলে সে সমস্ত ঘটনা জানায়। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযোগের ভিত্তিতে ওই প্রবীণ শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। ছাত্রীর মা জানান, যে টিফিন ব্রেকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেন ওই শিক্ষক। ভয়ে সেই ছাত্রী কাঁদতে শুরু করলে, ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি, এমনটাও দাবি করেছেন ওই ছাত্রীর মা।