খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : চট্টগ্রামের সদরঘাট এলাকায় সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে মারামারিতে অন্তত চারজন আহত হয়েছেন।
এদের মধ্যে একজন ছুরিকাহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।
পুলিশ বলছে, নেতৃত্ব দেওয়া নিয়ে আয়োজকদের দুই পক্ষ এই সংঘর্ষে জড়ায়। তবে আয়োজকরা তাদের কর্মসূচিতে হামলার অভিযোগ করেছেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মিজানুর রহমান খান বলেন, বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে সদরঘাট মোড়ে সাংসদ এম এ লতিফের বিরুদ্ধে ওই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।
“সেখানে মানববন্ধনে নেতৃত্ব দেওয়া নিয়ে আয়োজকদের দুই পক্ষের মধ্যে মারামারি হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এতে একজন ছুরিকাহত হয়েছেন। আর তিনজন সামন্য আহত হয়েছেন।”
পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে জানিয়ে তিনি বলেন, “নেপথ্যে অন্য কিছু আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
অন্যদিকে নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুজন বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানববন্ধন শেষে ফেরার পথে হামলার ঘটনা ঘটেছে। কারা হামলা করেছে তা আমরা জানি না।