খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন ফের ঘুরে দাঁড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার লেনদেন বাড়লেও অধিকাংশ মূল্যসূচক কমেছে। ডিএসইতে আজ ৩২২ টি কোম্পানির ৮ কোটি ৬৫ লাখ ১০৫ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৪০ কোটি ২৮ লাখ ১৮ হাজার ৩১৯ টাকা।
যা আগের দিনের চেয়ে ২১ কোটি ৯০ লাখ টাকা বেশি। ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯.৭৩ পয়েন্ট কমে ৪৫৬০.৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৯৭ পয়েন্ট কমে ১৭৪১.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক পয়েন্ট ২.১১ কমে ১১০৯.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩২২ টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৮৪ টির, কমেছে ১৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: বেক্সিমকো ফার্মা, অলিম্পিক ইন্ডাঃ, আইটিসি, সিটি ব্যাংক, এসিআই ফর্মুলেশন, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, এসিআই লিঃ, ইউনাইটেড পাওয়ার ও বেক্সিমকো লিঃ। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:কোহিনুর কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, এনটিসি, মুন্নু স্টাফলার, স্টাইল ক্র্যাফট, জেমীনি সী ফুড, এপেক্স ফুড, বিডি কম, শাহাজীবাজার পাওয়ার ও এটলাস বাংলা। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:আইটিসি, এফবিএফ আইএফ, বীকন ফার্মা, মিরাক্যাল ইন্ডাঃ, ইউনাইটেড ইন্সুঃ, বিডিএইচ, সানলাইফ ইন্সুঃ, কেডিএস এক্সেসরিজ, ন্যাশনাল হাউজিং ও রেনউইক যজ্ঞেশ্বর।