Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

ছাত্রলীগের হামলা আহত জুয়েল মৃধাকে দেখতে হাসপাতালে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম ডি বদিউজ্জামান শেখ রুবেল। এ সময় তার শারিরীক অবস্থার খোজ-খবর নেন তিনি।
ছাত্রলীগের হামলা আহত জুয়েল মৃধাকে দেখতে হাসপাতালে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম ডি বদিউজ্জামান শেখ রুবেল। এ সময় তার শারিরীক অবস্থার খোজ-খবর নেন তিনি।
খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের কর্মীদের হামলায়  ছাত্রদলের নবগঠিত জবি শাখা কমিটির প্রচার সম্পাদক জুয়েল জুয়েল মৃধা আহত। রবিবার (০৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, জবি ছাত্রদলের নতুন কমিটির প্রচার সম্পাদক জুয়েল মৃধা তার লোকজন নিয়ে ক্যাম্পাসে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে হামলা করে। ছাত্রলীগ নেতা-কর্মীদের বেধড়ক মারধরে জুয়েলের মাথা ফেটে যায়। পরে তাকে কাকরাইলের ইসলামিয়া ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।  
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, বিষয়টি সম্পর্কে কেউ আমাকে অবহিত বা অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তা আমি দেখবো।
ছাত্রলীগের হামলায় জুয়েল মৃধার আহত খবর শুনে হাসপাতালে  ছুটে যান পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম ডি বদিউজ্জামান শেখ রুবেল।