প্রত্যক্ষদর্শীরা জানান, জবি ছাত্রদলের নতুন কমিটির প্রচার সম্পাদক জুয়েল মৃধা তার লোকজন নিয়ে ক্যাম্পাসে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ক্যাম্পাসে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিয়ে হামলা করে। ছাত্রলীগ নেতা-কর্মীদের বেধড়ক মারধরে জুয়েলের মাথা ফেটে যায়। পরে তাকে কাকরাইলের ইসলামিয়া ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, বিষয়টি সম্পর্কে কেউ আমাকে অবহিত বা অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তা আমি দেখবো।
ছাত্রলীগের হামলায় জুয়েল মৃধার আহত খবর শুনে হাসপাতালে ছুটে যান পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম ডি বদিউজ্জামান শেখ রুবেল।