খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০১৬: এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন শাহ্ মোঃ আব্দুল বারী। এর আগে তিনি একই ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। শাহ্ মোঃ আব্দুল বারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউট থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পরিক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার পদে যোগদানের মাধ্যমে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি প্রাইম ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ২০০১ সালে তিনি এক্সিম ব্যাংকে সিনিয়র এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি সেরা পারফরমার হিসেবে পরপর ৩ বার স্বর্ণপদক লাভ করেন।
শাহ্ মোঃ আব্দুল বারী তাঁর ব্যাংকিং কর্মজীবনে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি স্নাতক শ্রেণিতে প্রথম স্থান অধিকার করায় ১৯৮৭ সালে তৎকালীন প্রেসিডেন্টকর্তৃক চ্যান্সেলর পুরস্কারে ভূষিত হন।