খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০১৬: অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হেরেও র্যাঙ্কিংয়ে দুইয়ে ছিল ভারত। তবে সদ্য অস্ট্রেলিয়াকে ২-১ এ সিরিজ হারিয়ে ভারতকে দুই থেকে তিনে নামিয়ে দিল নিউজিল্যান্ড। আর হারলেও শীর্ষ স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার পয়েন্ট ১২৬। নিউজিল্যান্ড ১১৪। ভারত ১১৩। চতুর্থ স্থানে ১১০ পয়েন্ট নিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ৯৭ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ।
এদিকে দীর্ঘদিন ধরে এক নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে টি-টোয়েন্টিতে শীর্ষ স্থান আবার নিশ্চিত করেছে ভারত। ক্যারিবিয়ানরা নেমে গিয়েছে দু’য়ে। অন্যদিকে টেস্টে গত মাসেই শীর্ষে উঠে এসেছিল বিরাট কোহলির ভারতীয় দল। যদিও অস্ট্রেলিয়া থেকে ভারতের পয়েন্টের পার্থক্য মাত্র এক।