খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০১৬: বারবার একই অপরাধ করায় ‘গ্রেপ্তার’ করা হলো একটি ছাগল ও তার মালিককে। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে ‘কোরিয়া’ নামে একটি জায়গায়। জানা গেছে, একই অপরাধ করার ধারা অনুযায়ী ছাগলটি ও তার মালিককে অভিযুক্ত করে ধারা বসানো হয়েছে। যাতে অভিযোগ প্রমাণ হলে দুই থেকে সাত বছরের সাজা ও সঙ্গে জরিমানা হতে পারে ছাগলটির ও তার মালিকের। কিন্তু কী দোষ করেছে ছাগলটি? রাজ্যের এক সিনিয়র আমলার বাগানে নিষেধ অমান্য করে ঢুকে পড়েছে ছাগলটি।
সেজন্য জেলা ম্যাজিস্ট্রেট হেমন্ত রাতরের বাগানের মালি আবদুল হাসান ও তার ছাগলের নামে পুলিশে অভিযোগ করেছেন। জানা গেছে, অভিযোগ পাওয়ার পরে হাত গুটিয়ে বসে থাকেনি পুলিশও। সময় নষ্ট না করে তৎক্ষণাৎ সোজা হাজতে ঢুকিয়ে দেওয়া হয়েছে ছাগলটিকে। অন্যদিকে সমন পাঠিয়ে ডেকে এনে গ্রেফতার করা হয়েছে তার মালিককেও। আপাতত দুজনেই আদালতে জামিন পেয়েছেন। তবে মামলা খারিজ হয়নি। ম্যাজিস্ট্রেটের লোহার গেট টপকে বাগানের গাছ-পাতা খাওয়ায় আপাতত মামলা চলবে ছাগলের নামে।