Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০১৬:বিশ্বের সবচেয়ে বেশি বেতন বা মাইনের চাকুরি কোনগুলো জানেন? মার্কিন ফোর্বস ম্যাগাজিন প্রকাশ করেছে দশটি চাকুরি, যাতে বেতন সবচেয়ে বেশি। পত্রিকাটির তথ্যের সূত্র ক্যারিয়ারকাস্ট ডটকম। শল্য চিকিৎসক চাকুরি বিষয়ক ওয়েবসাইট ‘কেরিয়ারকাস্ট’-এর হিসেবে ২০১৫ সালে সবচেয়ে বেশি বেতন পেয়েছেন সার্জন বা শল্য চিকিৎসকরা।
গড়ে একেকজন চিকিৎসকের বাৎসরিক বেতন ৩ লাখ ৫২ হাজার মার্কিন ডলার। মনোবিজ্ঞানী ফোর্বস-এর তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন মনোবিজ্ঞানীরা। তাদের গড় বাৎসরিক বেতন ১ লাখ ৮১ হাজার মার্কিন ডলার। তবে এই বেতন পেতে হলে তাদের ‘ডক্টর অফ মেডিসিন’ সার্টিফিকেট থাকতে হবে। চিকিৎসক (জেনারেল প্র্যাকটিশনার) জেনারেল প্র্যাকটিশনার বা জিপি চিকিৎসকদের চাহিদা গোটা বিশ্বেই ক্রমশ বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের গড় বেতন ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এই চাকুরিতে উন্নতিও দ্রুত সম্ভব। কর্পোরেট নির্বাহী মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে উচুঁ পর্যায়ের একেকজন কর্পোরেট এক্সিকিউটিভ বা নির্বাহী গড়ে বেতন পান ১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার। এই চাকুরিতে মানসিক চাপ এবং নতুন নতুন চ্যালেঞ্জ অনেক। দন্ত চিকিৎসক ভালো দন্ত চিকিৎসক হতে গেলে বিশেষায়িত প্রশিক্ষণ নিতে হয়।
আর তাতে খাটুনিও অনেকে। তবে বাৎসরিক বেতন ১ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার হলে সেই খাটুনি করাই যায়। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার ফোর্বস-এর তালিকার ছয় নম্বরে রয়েছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের চাকুরির বাজার বিবেচনায় এনে করা হয়েছে তালিকাটি। সেদেশের হিসেবে একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারের গড় বাৎসরিক বেতন ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। অর্থোডেন্টিস্ট দাঁতের ইন্সুরেন্স বা বীমা আছে, এমন এলাকায় অর্থোডেন্টিস্টদের চাহিদা সবচেয়ে বেশি।
তাদের গড় বাৎসরিক বেতন ১ লাখ ২৯ হাজার মার্কিন ডলার। ডেটা সায়েন্টিস্ট ডেটা সায়েন্টিস্টদের চাহিদা তরতরিয়ে বাড়ছে। তবে এ খাতে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত চাকুরিপ্রার্থী এখনো পাওয়া যাচ্ছে না। তাই আগ্রহ থাকলে দ্রুতই শুরু করুন কোনো কোর্স। গড় বাৎসরিক বেতন ১ লাখ ২৪ হাজার মার্কিন ডলার। এয়ার ট্রাফিক কন্ট্রোলার এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের চাহিদা কমতির দিকে। মূলত আকাশপথে চলাচলের খরচ কমানো আর সব কিছু স্বয়ংক্রিয় করে তোলার চেষ্টার ফলে, তাদের চাহিদা কমে যাচ্ছে। তবে যারা এই চাকুরি এখনো করছেন তাদের বাৎসরিক গড় বেতন ১ লাখ ২২ হাজার মার্কিন ডলার। ফার্মাসিস্ট ফার্মাসিস্টদের গড় বাৎসরিক বেতন ১ লাখ ২১ হাজার মার্কিন ডলার। তাদের চাহিদাও বাড়ছে ক্রমশ। ডয়েচে ভেলে