Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০১৬: পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কর্মসূচি বাস্তবায়নের ফলে জবাবদিহীতা ও স্বচ্ছতা অধিকতর নিশ্চিত হবে। এরই ধারা বাহিকতায় সরকারি টেন্ডার ও ক্রয় প্রক্রিয়া অন-লাইনেই করতে হবে। কত সহজে এ কাজটি নির্ভুলভাবে করা যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
এ কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেজ্ঞদের মতামত গ্রহণ ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।
বুধবার এনইসি সম্মেলন কক্ষে সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ ) আয়োজিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি ) কে ই-সিসিপি কে ই-জিপি’তে অন্তর্ভূক্তি প্রসঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, এ কাজটি পূর্ণমাত্রায় বাস্তবায়ণের লক্ষ্যে কাজ শুরু করতে হবে। ক্রমান্বয়ে এর পরিধি বাড়াতে হবে। সরকারি ক্রয় সংক্রান্ত কার্যক্রম সহজ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে প্রশিক্ষণ অপরিহার্য।
সিপিটিইউ- এর মহাপরিচালক ফারুক হোসেন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইএমইডি সচিব মোহাম্মদ শহীদউল্লা খন্দকার, পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল মান্নান এবং বিশ্বব্যাংক প্রতিনিধি জাফরুল ইসলাম অনুষ্ঠানে বক্তৃতা করেন।