Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬: পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বগুড়া-৬ আসনের জাতীয় পার্টির (জাপা) এমপি নুরুল ইসলাম ওমর পুলিশের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘‘দেশে কি পুলিশি রাজত্ব কায়েম হয়েছে? মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ তাহলে কি এটাই সত্য?’’
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আজ একটি কাজে আমি সচিবালয়ে যাই। প্রয়োজনীয় একটি কাগজ বাইরে থাকায় ব্যক্তিগত সহকারীকে (পিএ) গাড়ি দিয়ে পাঠাই কাগজটি আনতে। যখন পিএ গাড়ি নিয়ে আবার সচিবালয়ে ঢুকতে যায় তখন কর্তব্যরত পুলিশ তাকে বাধা দেয়। তারা (পুলিশ সদস্যরা) বলেছে এমপি সাহেব নাই তাই আপনাকে যেতে দেবো না।
এরপর পিএ আমাকে ফোনে চেষ্টা করে, আমি তাকে বলি যে দায়িত্বে আছে তাকে দাও। পুলিশ সদস্য বলেছে আমরা কারো সাথে কথা বলবো না। কোনো কথাই তারা শোনেনি। পরে আমি পিএ-কে বললাম ঠিক আছে তোমাকে যেহেতু আসতে দিচ্ছে না, তাহলে বাইরে থাকো, আমি আসছি। এরপর তাকে বাইরেও যেতে দেবে না। পরে আমি যখন গেলাম তখন পুলিশ সদস্যদের বললাম ঘটনাটা কি? দেশে কি ‘মার্শাল ল’ নাকি জরুরি অবস্থা জারি হয়েছে? আপনারা আসতেও দেবেন না, যেতেও দেবেন না ঘটনাটা কী?
এ সময় আমি পুলিশ সদস্যদের বললাম আপনাদের একজন অফিসারকে ডাকেন, পরে একজন এসআইকে পেলাম, তাকে বললাম আপনি যেতেও দিচ্ছেন না, আসতেও দিচ্ছেন না। তাহলে কি আমাকে গ্রেফতার করবেন, আটকে রাখবেন!’ এটা কোন ধরনের আচরণ? একজন এমপির সাথে পুলিশ কী আচরণ করবে সেটা জানে না।