খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬:কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন, যারা চরমপন্থি দলের সদস্য ছিলেন বলে আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মজিদ জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার স্বস্তিপুর গ্রামে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহতদের চরমপন্থি দলের সদস্য বললেও তাদের নাম-পরিচয় বা কোন সংগঠনের সঙ্গে তারা জড়িত ছিলেন সে তথ্য তাৎক্ষণিকভাবে এই র্যাব কর্মকর্তার কাছে পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে চারটি গুলি ও একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে ইবনে মজিদ জানান।