Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জাতীয় সম্মেলন হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করে তা বসুন্ধরা কনভেনশন সেন্টারে করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। বুধবার রাত সোয়া নয়টায় খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের কার্যালয়ে দলটির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির নেতাদের সঙ্গে বৈঠক হয়। চলে রাত সোয়া ১১টা পর্যন্ত।
এর আগে রাত সোয়া ৯টার পর বিএনপির আসন্ন জাতীয় ষষ্ঠ কাউন্সিল সামনে রেখে করণীয় নির্ধারণে আলোচনার জন্য দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এক নেতা জানান, রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিএনপির জাতীয় কাউন্সিল হবে। প্রস্তুতির জন্য সিনিয়র ১১ জন নেতার নেতৃত্বে ১১টি কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলের আগেই চেয়ারপারসন নির্বাচন হবে।
তিনি বলেন, কাউন্সিলের নির্বাচন কমিশনার হিসেবে টি এইচ খানের নাম প্রস্তাব করা হয়েছে। তিনি রাজি না হলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে নির্বাচন কমিশনার করা হবে। বিএনপির এই নেতা আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে যাবে বিএনপি। নির্বাচনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সিনিয়র নেতাদেরকে তৃণমূলে যোগাযোগ রাখার ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৩ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠক করেন বেগম জিয়া। ওই বৈঠক থেকে আগামী ১৯ মার্চ ঢাকায় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হবে মর্মে সিদ্ধান্ত হয়। কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অথবা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল দলটি।
বিএনপির সর্বশেষ পঞ্চম কাউন্সিল হয়েছিল ২০০৯ সালের ৮ ডিসেম্বর, শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তিন বছর পরপর কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও ছয় বছরের বেশি সময় পর দলটির ষষ্ঠ কাউন্সিল হতে যাচ্ছে।