খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: স্থায়ী কমিটির সুপারিশক্রমে দলীয় গঠনতন্ত্র সংশোধন করে বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য কমিশন গঠন করা হয়ে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
নয়াপল্টনে বিএনপির কেন্ত্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের লক্ষ্যে দলীয় গঠনতন্ত্র সংশোধনের জন্য গতকাল রাতে সভায় স্থায়ী কমিটির সদস্যদরা সুপারিশ করেন। পরে দলের চেয়ারপারসন তা অনুমোদন দেন। এরপর চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য কমিশন গঠন করা হয়।’
‘এ কমিশনের চেয়ারম্যান হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দলের অন্য দুই সদস্য হলেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ও হারুন আর রশিদ,’ যোগ করেন মির্জা ফখরুল।
এছাড়া আসন্ন বিএনপির ষষ্ঠ কাউন্সিল সফল করার জন্য দলের পক্ষ থেকে ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। কিন্তু এজন্য এখন ভেন্যু চূড়ান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘ভেন্যু চুড়ান্ত হলে যথাসময়ে আমরা তা জানিয়ে দেব।