Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬:পৃথিবীতে যে ব্যক্তিটি প্রতিস্থাপিত হৃদপি- নিয়ে ৩৩ বছর বেঁচে ছিলেন তিনি ব্রিটেনের একটি হাসপাতালে মারা গেছেন। সে ব্যক্তির নাম জন ম্যাককাফার্থি। ৩৯ বছর বয়সে তার হৃদপি- প্রতিস্থাপন করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর।
১৯৮২ সালে ব্রিটেনের একটি হাসপাতালে যখন হৃদপি- প্রতিস্থাপন করা হয়, তখন চিকিৎসকরা বলেছিলেন তিনি বড়জোর পাঁচ বছর বাঁচবেন। প্রতিস্থাপিত হৃদপি- নিয়ে দীর্ঘসময় বেঁচে থাকার কারণে ২০১৩ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠে।
তখন তিনি বলেছিলেন, “ যারা হৃদপি- প্রতিস্থাপন করে বাঁচতে চায় , এই রেকর্ড তাদের অনুপ্রেরণা জোগাবে। ” মি: ম্যাককাফার্থির হৃদপি-ের কার্যক্ষমতা দুর্বল হয়ে পড়েছিল এবং সেটি ঠিকমতো রক্ত সঞ্চালন করতে পারছিলনা। তখন ডাক্তাররা অস্ত্রোপচারের মাধ্যমে তার হৃদপি- প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।
তার স্ত্রী জানান হৃদপি- প্রতিস্থাপনের পর তিনি সুস্থ ছিলেন এবং দুজনে একসাথে বিশ্ব ঘুরে বেড়ান। পৃথিবীতে প্রথমবারের মতো সফলভাবে হৃদপি- প্রতিস্থাপন করা হয় দক্ষিণ আফ্রিকায়। ১৯৬৭ সালে কেপ টাউনের একটি হাসপাতালে ৩০জন চিকিৎসক এই হৃদপি- প্রতিস্থাপন করেন। কিন্তু যার দেহে হৃদপি- প্রতিস্থাপন করা হয় তিনি মাত্র ১৮ দিন বেঁচে ছিলেন।-বিবিসি।