Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ‘ভালবাসা দিবস’ উদযাপন উপলক্ষে যেকোনো অনুষ্ঠান ও উদ্যোগ নিষিদ্ধ করতে পারে নগর প্রশাসন।
দেশটির কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী এক বৈঠকে ইসলামাবাদ নগর প্রশাসনকে ব্যক্তিগত বা যৌথভাবে যেকোনো আয়োজন ঠেকাতে এমন নির্দেশনা দিয়েছেন।
তবে নগর প্রশাসনের দায়িত্বশীলদের দাবি, আগামী ১৪ ফেব্র“য়ারি ভালবাসা দিবসের কোনো অনুষ্ঠান বাতিল বা ঠেকাতে তারা কোনো ধরণের নির্দেশনা পায়নি।
এদিকে, ইলেক্ট্রনিক মিডিয়ার এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ইসলামাবাদের ডেপুটি কমিশনার ক্যাপ্টেন (অব.) মুস্তাক আহমেদ।
তিনি বলেন, আমি বিস্মিত, কিভাবে মিডিয়া এ ভিত্তিহীন খবর ছড়াচ্ছে।
দেশটির কয়েকটি সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী সম্প্রতি এক বৈঠকে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ভালবাসা দিবস উদযাপন বন্ধের নির্দেশ দেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ সরফরাজ জানান, ওই বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিয়ে আলোচনা হলেও ভালোবাসা দিবস উপযাপন বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।