খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবস্থাপনা পরামর্শক ও এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম নুুরুল ফজল বুলবুল। স¤প্রতি সিডিবিএল এর বোর্ড সভায় এই নির্বাচন সম্পন্ন হয়।
নুুরুল ফজল বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি আইনে স্নাতক ডিগ্রি লাভ করে আইনজীবি হিসেবে সুপ্রীম কোর্টের তালিকাভুক্ত হন।
বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী এ কে এম নুুরুল ফজল বুলবুল সান লাইফ ইনস্যুরেন্স ও জাপান- বাংলাদেশ মেডিকেলের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা ও উপদেষ্টা। একই সাথে তিনি পিপিপি, আইআইএফসি এবং সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের পরিচালক, ইসলামী ব্যাংকগুলোর একমাত্র সংগঠন আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান, বেসরকারি ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন বিএবি-এর গবেষণা সচিব এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।