Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: J+M (1)সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের পর রায় রেখা নিয়ে মাননীয় প্রধান বিচাপতির মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন মানিকের সাম্প্রতিক কর্মকান্ড ও আচরন দেশের বিচারবিভাগকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র বলে অবিহিত করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, দেশের বিচারবিভাগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার শামসুদ্দিন মানিকের এই অপচেষ্টা রাষ্ট্রের জন্য শুভ নয়। এই ধরনের আচরনের মাধ্যমে তিনি আসলে কাদের স্বার্থ রক্ষার চেষ্টা করছেন ? বিচারবিভাগের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় মাননীয় প্রধান বিচারপতির অবস্থানকে সমগ্র দেশবাসীর সমর্থন করা উচিত। দেশকে রক্ষা করতে হলে স্বাধীন বিচারবিভাগকে রক্ষা করতে হবে। যারা বিচারবিভাগকে ধ্বংসের উদ্দেশ্যে বিতর্কিত কর্মকান্ডে অংশ গ্রহন করছে তারা রাষ্ট্রের শত্রু ছাড়া অন্য কিছু হতে পারে না। 
নেতৃদ্বয় বলেছেন, সকলের মনে রাখা উচিত বিচারবিভঅগ কোন ব্যাক্তি, গোষ্টি, সম্প্রদায় বা দলের নয়। বিচারবিভাগ রাষ্ট্রের ও জনগনের। তাই রাষ্ট্রের ও জনগনের স্বার্থেই বিচারবিভাগকে রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার কোন বিকল্প নাই। 
নেতৃদ্বয় আরো বলেছেন, শামসুদ্দিন মানিকের ‘প্রধান বিচারপতিকে মানি না’ বক্তব্য  সমগ্র জাতির ও রাষ্ট্রের জন্য উদ্বেগজনক। এই বক্তব্যেও মধ্য দিয়ে তিনি শুধু বিচারবিভাগকেই প্রশ্নবিদ্ধ করেননি, রাষ্ট্র ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করেছেন। এই ধরনের কর্মকান্ড দ্রুত বন্ধ না হলে সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকেই প্রশ্নের মুখোমুখি পড়েতে পারে।