খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ‘র ঢাকা মহানগরের সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু‘র চাচা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাহাদুর গত মঙ্গলবার মধ্যরাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কণ্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার পিরোজপুর জেলার নাজিপুর উপজেলায় জানাযা শেষে নিজবাড়ীর পারিবারিক কবস্থানে দাফন করা হয়। দাফনের পূর্বে রাষ্ট্রের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাহাদুরকে গার্ড অফ অনার প্রদান করে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়।
মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাহাদুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু ও যুগ্ম আহ্বায়ক মোঃ আনছার রহমান শিকদার।