Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
1455189852
খোলাবাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬।।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত রয়েছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ

 চলমান রাজনীতি, মানবাধিকার, পোশাক শিল্পের কর্মপরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চার সদস্যের ইউরোপীয় ইউনিয়ন সংসদীয় প্রতিনিধি দল তিন দিনের সফরে ঢাকায় এসেছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্টের নেতৃত্বে এই প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা সফর করছেন।