খোলাবাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬।। আন্তজার্তিক মান সম্মত ও অত্যাধুনিক ডিজাইনের ডায়মন্ড ওয়ার্ল্ডের জুয়েলারী পণ্য পাওয়া যাবে এখন থেকে খুলনার নিউমার্কেটে। খুলনাবাসীরা নিজের শহর থেকে জনপ্রিয় ব্র্যান্ড ডায়মন্ড ওয়ার্ল্ড পণ্য কিনতে পারবে অতি সহজে।
খুলনায় ডায়মন্ড ওয়ার্ল্ডের শো-রুম উদ্বোধন উপলক্ষ্যে ডায়মন্ডের পণ্যের উপর ৩০% ছাড় দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি প্রথম ১৫০’শ জন ক্রেতা পণ্য কিনে ডায়মন্ড ওয়ার্ল্ডের পণ্য জেতার সুযোগ পাবে।
গত ১১ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় খুলনার নিউ মার্কেটের ৫৭/৫৮ নং দোকানের অবস্থিত শোরুমটির উদ্বোধন করেন এফবিসিসিআই পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, জেলা প্রশাসক, প্রশাসন, স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা সাধারণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার কমীর্সহ ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্মকর্তারা।