Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬।। দেশের গণতান্ত্রিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)  প্রতিনিধিদল।61115_00

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মঈন খান বলেন, মূলত ইইউ ইউনিয়নের বাংলাদেশ নিয়ে যে কনসার্ন সে বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে যে উদ্বেগ তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির এ কূটনৈতিক বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন সরকারের ২ বছর অতিবাহিত করেছে। তাই এ সরকারের আমলে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। গণতন্ত্র না থাকলে সুশাসন থাকে না, এ বিষয়গুলো গুরুত্বসহ তুলে ধরেছি। দেশে গণতন্ত্র না থাকলে টেকসই উন্নয়ন হতে পারে না, সে বিষয়েও আলোচনা করা হয়েছে।

সরকার জনগণের প্রতিনিধিত্ব না করলে সেই সরকারকে ইইউ সহযোগিতা করে না জানিয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে যেসব দেশ গণতন্ত্র নিয়ে ভাবেন তাদের সঙ্গে বিএনপি সবসময় আলোচনা করে।

মঈন খান বলেন, আমরা এখনো এলডিসির (স্বল্পোন্নত দেশ) অন্তর্ভুক্ত। তাই সেভাবেই অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা হয়। তবে সেটা কনটিনিউ করতে হলে গণতন্ত্র সুশাসন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, অগণতান্ত্রিক সরকারকে পৃষ্ঠপোষকতা করলে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্রকে জবাবদিহিতা করতে হয়। কারণ সেদেশের মানুষের ট্যক্সের দেয়া টাকা থেকে আমাদেরকে সহযোগিতা করে। তাই তারা সব শ্রেণির সঙ্গে আলোচনা করে থাকেন।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের পক্ষে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অবাধ না হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় না। আমরা এসব বিষয় তুলে ধরেছি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের নামে যা হচ্ছে তা আপনারা জানেন।’হুমকি দিয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা যায় না বলেও মন্তব্য করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

এর আগে ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাড়ে ৫টায় শেষ হয় সে বৈঠক।

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্টের নেতৃত্বে ৯ জন সদস্য বৈঠকে অংশ নেন।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।