খোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: ১৩ থেকে ১৭ বছরের মেয়েদের ধর্ষণ করাই ছিল সেক্স গ্যাংয়ের কাজ। এরপর ধর্ষিতা কিশোরীরের ঠেলে দেওয়া হত দেহব্যবসার অন্ধকারে। সোমালী এলাকায় এমন ওকটি গ্যাং রয়েছে যারা কেবল ১৩-১৭ বছরের ব্রিটিশ কিশোরীদেরই শিকার বানাত। এই গ্যাংয়ের সদস্যরা প্রথমে কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব করত ফের তাদের ধর্ষণ করত। সম্প্রতি এই গ্যাংয়ের ৪০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে যারা চার স্কুল পড়ুয়াকে ধর্ষণ করেছিল।
অভিযুক্তদের ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ কিশোরীরা তাদের পাতা ফাঁদে পা দিত এবং তাদের সঙ্গে লিভ-ইন সম্পর্ক গড়ে তুলত। তাদের মধ্যেই কিছু মেয়েরা জানিয়েছে বেশ কয়েকবার তাদের বাধ্য হয়েই প্রেমিকের বন্ধুর সঙ্গেও সহবাস করতে হয়েছে। যদিও এক যুবতীর বক্তব্য সোমালী এলাকায় লোকেদের প্রেমিকাদের জন্য এটা খুবই সাধারণ ব্যপার।
এটাই ওখানকার সংস্কৃতি। এখানে মেয়েদের তাদের প্রেমিকের বন্ধুর সঙ্গেও সহবাস করতে হয়। সম্প্রতি ব্রিস্টলের এক ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ওই নাবালিকাকে ধর্ষণের পর ব্রিস্টলে দেহব্যবসার জন্য বিক্রি করে দেওয়া হয়েছিল।