শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মহিষবেড় এবং খড়িয়ালা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত অর্ধশতাধিক লোকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে এ সংঘর্ষের সৃষ্টি, তা নিশ্চিত হওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।