Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: সরকার বিএনপিকে ক্উান্সিলের সুযোগ দিতে চায় না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক সভায় তিনি এ অভিযোগ করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশটির আয়োজন করেন ‘জাতীয়তাবাদী নাগরিক দল’।
নোমান বলেন, ‘সরকার বিএনপিকে ক্উান্সিলের সুযোগ দিতে চায় না। তবে বিএনপির কাউন্সিল নিয়ে সরকারের এইবারের কোন ষড়যন্ত্র সফল হবে না।’
সরকার এখনও কাউন্সিল করার জন্য সুনির্দিষ্ট জায়গা দেয়নি জানিয়ে তিনি বলেন, ‘বট গাছের নিচে হলেও ৪৮ ঘণ্টা সময় পেলে বিএনপি কাউন্সিল করবে। আমরা কাউন্সিল সফল করবোই। আমাদের কাউন্সিল সার্থক হবেই।’
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যেতে চায় জানিয়ে তিনি বলেন, ‘সরকার এখনও নির্বাচনের পরিবশে সৃষ্টি করতে পারেনি। আর বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।’
আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমত উল্লাহ, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।