খোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তাল্লাওয়াহসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। একই দলে খেলবেন ব্যাটিং দানব ক্রিস গেইল। এছাড়াও সাকিব আরও পাচ্ছেন কুমার সাঙ্গাকারাকে।
১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে কিনে নিয়েছে জ্যামাইকা তাল্লাওয়াহস। বাংলাদেশি টাকায় এর পরিমান দাঁড়ায় প্রায় ৮৭ লাখ টাকা। গেইলকে ১ লাখ ৬০ হাজার ডলারে কিনে নিয়েছে জ্যামাইকা তাল্লাওয়াহস। আন্দ্রে রাসেলকে ৯০ হাজার ডলারে কিনে নিয়েছে সাকিবের দল।
একই দলে রয়েছেন শ্রীলংকার লাসিথ মালিঙ্গা ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম। এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশি আরও ৬ বাংলাদেশি ছিল। তামিম, মুশফিকুর, মুস্তাফিজ, সৌম্য, মাহমুদুল্লাহ ও ইমরুল কেউই দল পাননি।
২০১৩ সালে বারবাডেজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৪ সালে বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) সংক্রান্ত ঝামেলার কারনে সিপিএল খেলা হয় নি সাকিবের।