Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

44খোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে চুরি করে শিশু বিক্রির সময় দুই নারীসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার বিকেল ৫টার দিকে শান্তিবাগের চেয়ারম্যানবাড়ি এলাকার ১৩৭, মাশাল্লাহ ম্যানশন থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় এক নবজাতককে উদ্ধার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মন মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বাড়িটিতে ২ দিন বয়সের একটি ছেলে শিশুর জন্য একটি গ্রুপ ১ লাখ টাকা লেনদেন করছিল। এ সময় ঘটনাস্থল থেকে ২ নারীসহ ৪ জনকে আটক করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়। তিনি বলেন, আটকরা শিশু বিক্রি চক্রের সঙ্গে সম্পৃক্ত, তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।