খোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা ও লস্কর ই জানভি’র তিন জন কমান্ডারসহ ৯৭জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দেশটির সেনাবাহিনী জানায়, জঙ্গিরা করাচি কারাগারে হামলা চালিয়ে অন্য জঙ্গিকে উদ্ধারের পরিকল্পনা করছিল।
পাকিস্তানের বিমান ঘাঁটি ও করাচি বিমানবন্দরে হামলার অভিযুক্ত এসব জঙ্গি। দেশটির সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল অসিম বাজওয়া বলেন, ‘আমরা ধারণা করছি সবগুলো জঙ্গি সংগঠন একে অন্যের সহযোগিতা করছে কারণ তারা বড় কোনো হামলা চালাতে চায়।’
তবে এর বেশি কিছু জানাতে অস্বীকৃতি জনিয়েছেন তিনি। জঙ্গিরা ছয়টি আত্মঘাতী হামলা চালিয়ে অন্য জঙ্গিদের কারামুক্ত করতো। মার্কিন সাংবাদিক ড্যানিয়েল হত্যাকারী জঙ্গি শেখকে উদ্ধার করাই তাদের মূল উদ্দেশ্য বলে ধারণা করছে সেনাবাহিনী।