খোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে পৌঁছেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসানের ভাষ্য, ১০ থেকে ১৫ জনের ডাকাতদল কুদ্দুস সিকদার নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে যায়। তিনজন বাদে অন্য ডাকাতেরা পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।
নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। লাশ পুলিশের হেফাজতে রয়েছে।