খোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : টেন্ডার নিয়ে বিরোধের জের ধরে পাবনায় শ্রমিকলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার শহরতলীর ছাতিয়ানী এলাকায় জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও শেখ আলম গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত বলা যাবে। আহতরা হলেন- জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মালিথা (৪৮), আলিম মালিথা (৪২), দোলন মালিথা (৩০) এবং অপর গ্রুপের লালু শেখ, রেজাউল করিমসহ ১০ জন। এদের মধ্যে চার জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেন্ডারের টাকা ও নির্বাহী প্রকৌশলীর বদলী নিয়ে কয়েকদিন ধরে আব্দুল হাকিম ও শেখ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে উভয়পক্ষ শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মালিথা, আলিম মালিথা, দোলন মালিথা এবং অপর গ্রুপের লালু শেখ, রেজাউল করিমসহ ১০ জন আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ চার জনসহ সাত জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।