Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

9kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ :
ঘন কুয়াশার কারণে মালয়েশিয়ার কুয়ালালামপুর ও নেপালের কাঠমান্ডু থেকে ছেড়ে আসা তিনটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে শুক্রবার রাত ১২টার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। এপিবিএনর এএসপি নুরে আলম ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রিজেন্ট এয়ারওয়েজের কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইট রাত ১২টা ৬ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এরপর রাত ১২টা ১১ মিনিটে কাঠমান্ডু থেকে এবং ১২টা ২৯ মিনিটে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দ এয়ারের দু’টি ফ্লাইট নামে। ফ্লাইটগুলো ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে তা সম্ভব হয়নি।