Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : পৃথিবীব্যাপী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ক্যান্সার। ক্যান্সার নিয়ে যেমন সচেতনতা বাড়ছে, তেমনি ক্যান্সার সনাক্তকরণ ও রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিভাগে এ দিন ক্যান্সার বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। তবে ক্যান্সারের লক্ষণ বোঝার সহজ উপায় আছে।
আপনার যদি নিম্নেরর লক্ষণসমূহের যে কোনো একটি দেখা দেয় এবং লম্বা সময় ধরে তা থাকে এবং দিনে দিনে অবনতির দিকে যায়, অতি শিগগির আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

ক্যান্সারের সাধারণ লক্ষণ
শরীরের কোথাও হঠাৎ ফুলে যাওয়া অথবা মাংসপিণ্ডের অস্বাভাবিক আবির্ভাব।

দীর্ঘদিন ধরে অস্বাভাবিক জ্বর বা অসুস্থতা থাকা।

দীর্ঘদিন ধরে শরীরের নির্দিষ্ট কোনো জায়গায় ব্যথা অনুভূত হওয়া।

বিষাদগ্রস্ততা।

চামড়ায় পরিবর্তন- যে কোনো আঁচিল, তিল বা মোলে আকষ্মিক পরিবর্তন হওয়া। গায়ের রং গাঢ় বা কালচে বা লালচে হওয়া। চোখ ও গায়ের চামড়া হলুদ হওয়া। চুলকানি, অতিরিক্ত চুল গজানো।

নির্দিষ্ট কিছু ক্যান্সারের লক্ষণ
মুখের ভিতর এবং যৌনাঙ্গে যে কোনো ধরনের ঘা- যা দীর্ঘদিনেও ভাল হচ্ছে না। মুখের ভিতর বা জিহ্বায় সাদা বা লাল বর্ণের ঘা তৈরি হওয়া।

খাদ্য ও পানীয় গিলতে কষ্ট হওয়া।

দীর্ঘদিন ধরে কাশি লেগে থাকা ও কাশির সাথে রক্ত বের হওয়া।

গলা বসে যাওয়া বা কণ্ঠস্বরের সুস্পষ্ট পরিবর্তন হওয়া।

নাক অথবা কান হতে অস্বাভাবিক রক্তপাত, রক্ত মিশ্রিত পানি নিঃসরণ।

পায়খানা ও প্রস্রাবে অস্বাভাবিকতা: 
দীর্ঘ মেয়াদী কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, পায়খানার সাথে রক্ত যাওয়া। প্রস্রাবের সময় ব্যথা, রক্ত পড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া।