Sat. May 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28kখোলা বাজার২৪, শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৬ : প্রতিবছর বায়ু দূষণের কারণে বিশ্বে ৫৫ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। নতুন এক গবেষণায় এ তথ্য ওঠে এসেছে। ‘গ্লোবাল বারডেন অব ডিজেজ প্রোজেক্ট’ কর্তৃক গৃহীত জরিপে দেখা যায়, বিশ্বে অপুষ্টি, স্থূলতা, মদ্যপান ও মাদকদ্রব্য গ্রহণ এমনকি অনিরাপদ যৌন সম্পর্কের চাইতেও বায়ু দূষণে মুত্যুর হার বেশি।
এসব মৃত্যুর বেশির ভাগই হয়ে থাকে চীন ও ভারতের মতো উঠতি অর্থনীতির দেশগুলোতে। দেশ দুটিতে কলকারখানা, পাওয়ার প্ল্যান্ট, যানবাহন থেকে নিষ্কাশিত ধোঁয়া এবং কয়লা ও কাঠ পোড়ানোর ফলেই বায়ু দূষণ হয়ে থাকে।
গবেষণায় দেখা গেছে, বিশ্বে বায়ু দূষণের কারণে যত মানুষ মারা যায় তাদের ৫৫ ভাগই ভারত ও চীনের বাসিন্দা। বায়ু দূষণে ২০১৩ সালে চীনের ১৬ লাখ এবং ভারতের ১৪ লাখ মানুষ মারা গেছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মব্রাউয়ের বলেছেন, ‘পরিবেশজনিত কারণে বিশ্বে যত মানুষ মারা যায় তাদের মধ্যে চতুর্থতম ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে বায়ু দূষণ।’