Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1kখোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : জর্ডান থেকে জাপান যাওয়ার পথে বাংলাদেশের রাজধানী ঢাকায় যাত্রাবিরতি করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। প্রায় দেড় ঘণ্টার বিরতি শেষে তিনি ফের গন্তব্যে রওয়ানা হন। শনিবার দিবাগত রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, রাত আনুমানিক সাড়ে ১২টার পর বিমানবন্দরে নামে প্রেসিডেন্টের বিশেষ ফ্লাইট। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে স্বাগত জানান। এ সময় তাদের মধ্যে কিছু কথাও হয়।
উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আরও দুই-একজন ঊর্ধ্বতন ব্যক্তি। জর্ডান থেকে টোকিও যাওয়ার পথে ঢাকায় থেমে জ্বালানি নেওয়ার জন্যই প্রেসিডেন্টের প্লেনটি বিরতি নেয়। তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিক, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রোদিনি, কূটনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা মাজদি আল খালিদী, অর্থনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা মুস্তাফা আবু আল রব প্রমুখ।