Thu. May 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এটিএম বুথ থেকে কার্ড জালিয়াতের মাধ্যমে টাকা তুলে নেয়ার অভিযোগে মামলা করেছে ব্যাংকটি।

এ ঘটনায় রাজধানী ঢাকার বনানী থানায় মামলা দায়ের করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইউসিবির কর্মকর্তা মাহবুবুল ইসলাম মামলার বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার বেসরকারি ৩টি ব্যাংকের এটিএম কার্ডের তথ্য জালিয়াতি করে বুথ থেকে টাকা বের করে নেয় একটি জালিয়াত চক্র।

এর পরেই বাংলাদেশ ব্যাংক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে চিঠিও দিয়েছে সকল ব্যাংককে। এটিএম বুথের মধ্যে লুকানো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এটিএম কার্ডের তথ্য জালিয়াত করে টাকা তুলে নেয়ার ঘটনা প্রথম ধরতে পারেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কার্ডধারী এক গ্রাহক।

গত শুক্রবার এ ঘটনা ঘটে। একই দিনে ব্যাংকটির ২১জন গ্রাহক তাদের একাউন্ট থেকে অজ্ঞাত ভাবে টাকা তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছে ইবিএলকে। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়টি তদন্ত করে দেখছে।
অন্যদিকে ইউসিবিএল ও দ্য সিটি ব্যাংকের এটিএম কার্ডধারী কিছু গ্রাহকের টাকাও জালিয়াত চক্র তুলে নিয়েছে বলে অভিযোগ পেয়েছে ব্যাংক দুটি।