Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

34kখোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, চর অঞ্চলের অতি দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার যে বাজেট বরাদ্দ রাখছে তার সঠিক এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার জন্য হাওর উন্নয়ন বোর্ডের মত একটি চর উন্নয়ন বোর্ড গঠন করা প্রয়োজন।
তিনি বলেন, চরের মানুষের উন্নয়নকে আরও এগিয়ে নিতে ন্যাশনাল চর এ্যালায়েন্স এর পক্ষ থেকে চর কনভেনশন রিপোর্ট ও প্রস্তাবনা ডেপুটি স্পিকারের কাছে হস্তান্তর করলে একথা বলেন তিনি।
রোববার সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে ন্যাশনাল চর এ্যালায়েন্স কর্তৃপক্ষ এ রিপোর্ট ও প্রস্তাবনা হস্তান্তর করেন।
প্রথম ‘জাতীয় চর সম্মেলন-২০১৫’শেষে ন্যাশনাল চর কনভেনশন রিপোর্ট-২০১৫ এবং চর উন্নয়নে চরবাসীর ১৪ দফার প্রস্তাবনা প্রকাশ করা হয়েছে। এরপর তা স্পিকারের কাছে হস্তান্তর করা হল।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনি চর অঞ্চলের মানুষের জীবন যাত্রার উন্নয়নে রাস্তাঘাট সংস্কার, বিদ্যুতায়ন,সোলার প্যানেল স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। এ লক্ষ্যে বিভিন্ন এন জিও প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে কাজ করলেও কোন সুনির্দিষ্ট প্লাটফর্ম না থাকায় সমন্বিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। তাই তিনি সকল এনজিওকে একটি প্লাটফর্মে এনে সমন্বিত ভাবে কাজ করার পরামর্শ দেন।
এসময় অক্সফাম বাংরাদেশের কো-অর্ডিনেটর মুজাহিদুল ইসলাম, সিএলপি’র পরিচালক রাবেয়া ইয়াসমিন,কেয়ার বাংলাদেশের কো-অর্ডিনেটর শেখর ভট্টচার্য, উন্নয়ন সমন্নয় এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহীন উল আলম, ভূমিহীন সমিতির সভাপতি সুবল সরকার, ন্যাশনাল চর এ্যালায়েন্স এর সদস্য-সচিব জাহিদ রহমান, ডেপুটি স্পিকারের কার্যালয়ের কর্মকর্তাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।