Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35kখোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : ভালোবাসা দিবসে জনগণের সঙ্গে দূরত্ব গোছাতে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। নগরীর বিভিন্ন পয়েন্টে গাড়ি থামিয়ে চালক কিংবা যাত্রীদের হাতে তুলে দেয় ভালোবাসার প্রতীক লাল গোলাপ। বাদ যাননি থানায় সেবা নিতে আসা লোকজনও। পুলিশের হাতে লাল গোলাপ এবং মুখে শুভ ভালোবাসা দিবস কথা শুনেই বিস্মিত হয়েছেন সবাই।
ভালোবাসা দিবসে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ব্যতিক্রম ধর্মী এ উদ্যোগের বিষয়ে সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, পুলিশ জনগণের বন্ধু এ বার্তা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেয়া হয়। নগরবাসীর প্রতি আমাদের রয়েছে অকুণ্ঠ ভালোবাসা।
এ বন্ধন আরও সুদৃঢ় করতেই ভালবাসা দিবসে জনসাধারণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। জানা যায়, সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডলের নির্দেশে নগরীর ১৬ থানা এবং সব চেকপোস্টে পুলিশ প্রথমবারের মত ভালোবাসা দিবসে ফুল দেয়া কর্মসূচি পালন করে। সকালে প্রত্যেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে সকল সহকর্মীদের হাতে গোলাপ তুলে দেয়া হয়। এরপর মামলা করতে কিংবা বিভিন্ন ধরনের আইনি সহায়তা নেয়ার জন্য আসা লোকজনের হাতে ডিউটি অফিসার গোলাপ ফুল তুলে দেন।
এছাড়া নগরীর বিভিন্ন চেকপোস্ট এবং পয়েন্টে লোকজনকে ফুল দিয়ে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা। বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, থানায় সেবা নিতে আসা লোকজন এবং বিভিন্ন পয়েন্টে লোকজনকে লাল গোলাপ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে জনগণকে জানানো হয়, আমরা জনগণের চেয়ে আলাদা কেউ নই। সবসময় জনগণের পাশে আছে এটাই আমরা তাদের জানিয়েছি।