Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41kখোলা বাজার২৪, রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৬ : বাহরাইনের অত্যাচারী শাসকগোষ্ঠীকে প্রায় সাত কোটি ডলারের অস্ত্রের যোগান দিয়েছে ব্রিটিশ সরকার। ২০১১ সাল থেকে বাহরাইনে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরুর পর আলে খলিফা সরকারকে এ অস্ত্রের যোগান দেয়া হয়। বর্বরোচিত নির্যাতন এবং মানবতা লঙ্ঘনের ঘটনা সত্ত্বেও এসব অস্ত্রের যোগান দিয়ে গেছে ব্রিটেন।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট আজ (রোববার) এ খবর দিয়েছে। ক্যাম্পেইন এগেইনিস্ট আমর্স ট্রেড বা সিএএটি’র প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে দৈনিকটি। এতে বলা হয়, বাহরাইনের কাছে যেসব অস্ত্র বিক্রি করা হয়েছে তার মধ্যে মেশিনগান, অ্যাসাল্ট রাইফেলসহ অন্যান্য অস্ত্র ও বিস্ফোরক রয়েছে। এ সব অস্ত্রের মূল্য সাড়ে চার কোটি ব্রিটিশ পাউন্ড বা ছয় কোটি ৫৩ লাখ ডলার।
অথচ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরুর আগে দেশটির কাছে মাত্র ৬০ লাখ পাউন্ডের অস্ত্র বিক্রি করেছে ব্রিটিশ সরকার। এছাড়া, বাহরাইনের কাছে সাঁজোয়া গাড়ি সরবরাহ করেছে সৌদি আরব। ফলে আন্দোলন দমনে বাহরাইনের শাসক গোষ্ঠী নির্বিচারে অস্ত্র ব্যবহারের সুযোগ পেয়েছে। বাহরাইনে গণআন্দোলন শুরুর পঞ্চম বার্ষিকীর আগ মুহূর্তে নতুন করে বিক্ষোভ-প্রতিবাদ চাঙ্গা হয়ে উঠেছে। বিক্ষোভ দমনে গোটা দেশে যখন নির্বিচারে ছররা গুলি এবং কাঁদানে গ্যাস ব্যবহার হচ্ছে সে সময় এ খবর প্রকাশিত হলো।